জয় শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে জয় শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে জয় শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে
সবাইকে নমস্কার

Saturday, 24 February 2018

নিমাই পণ্ডিত এবং নবদ্বীপবাসী পর্ব-(০১)
 
নিমাই পণ্ডিত ছাত্রদের নিয়ে নবদ্বীপ শহর ঘুরে বেড়াতেন। তিনি ছিলেন সেই পণ্ডিত নগরীর নেতৃস্থানীয়। অধিকাংশ মানুষ জানত না যে, তিনি পুরুষোত্তম, কিন্তু যেভাবেই হোক প্রত্যেকেই তাঁর প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করত। তারা বলত, “ দেখ, এই বালকটি অসাধারণ প্রতিভাসম্পন্ন এক তরুণ পণ্ডিত।

 মহাপ্রভু অধ্যাপনা শেষ করে গঙ্গায় গিয়ে সাঁতার কাটতেন। স্নান শেষে শচীমাতার হাতে রান্না করা পরম সুস্বাদু প্রসাদ গ্রহণ করতেন। তিনি অন্নের সাথে শুকতা, তেতো শাক, নানা প্রকার সবজি, বিভিন্ন ধরনের চর্চ্চড়ি ইত্যাদি ভালোবাসতেন। শচীমাতা শ্রীচৈতন্যদেবকে প্রসাদ গ্রহণ করতে দেখে খুবই আনন্দিত হতেন।